আর্থিক বৈষম্যঃ সঠিক নীতি ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া কোনও গতি নেই
যত দিন গড়াচ্ছে তত বাড়ছে আর্থিক বৈষম্য। করোনার প্রকোপ তা আরও স্পষ্ট করেছে। মানুষের দৈন্যদশা বেড়েছে। এক্ষেত্রে দুই সরকারের ভূমিকা এখন প্রশ্ন চিহ্নের মুখে। তবে কারও কোনও হেলদোল নেই। দান-খয়রাতে জনদরদী ভূমিকায় অবতীর্ণ হতে মরিয়া সরকার। সাধারণের হাল সেই তিমিরেই থেকে যাচ্ছে। বাজেট ভাষণে সাধারণের যে কোনও ফায়দা নেই তা আবার প্রমানিত হবে। হীরের নাকি দাম কমবে? এতে লাভ কাদের।সরকার নির্বাচিত করে জনগণ। তাঁদের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিদের একটা বড় অংশের জীবনভর চলে ফুটানি। দ্রুত বাড়তে থাকে সম্পদের ভান্ডার। ঘটে অর্থনৈতিক সমৃদ্ধি। চলে বিলাশবহুল জীবনযাপন। আর চলে শাসনের সঙ্গে শোষণ। এটাই এই দেশের আধুনিক গণতন্ত্র। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলেই বিষয়টা আরও পরিস্কার হবে। আর এদেশে যে সাধারণের হাল ফেরার কোনও সুযোগ নেই তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।প্রচন্ড মেধাবী না হলে সরকার বা বেসরকারি ক্ষেত্রে চাকরির তেমন সুযোগ আসবে না। সাধারণ পরিবার কেন ধনী পরিবারের মধ্যে এমন মেধাবী কতজন রয়েছে? তাছাড়া একে একে চাকরির ক্ষেত্রগুলি দেখা যাক। বিশ্ববিদ্যালয়, পুরসভার মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্যতা সম্পর্কে শাসকদল বা রাজনৈতিকদলগুলি যথেষ্ট অবগত আছেন। কোন ঝান্ডা ধরলে স্বায়ত্বশাসিত সরকার পোষিত এই সব প্রতিষ্ঠানে হালে পানি পাওয়া যায়, তা-ও জানেন সকলে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গেলেই ছাত্রনেতাদের সাক্ষাৎ পাবেন। কোন জাদুবলে অল্প বয়সেই তাঁদের ভাগ্য়ে শিকে ছেড়ে! অন্য নানান প্রক্রিয়ার মাধ্যমেও নিয়োগ চলতে থাকে। নিরপেক্ষ তদন্ত করে দেখতেই পারে সরকার। তবে দেখবে না, এটাও স্বাভাবিক। বামসরকারের আমল হোক বা তৃণমূল সরকারের জমানা হোক, এটাই দস্তুর। সাধারণ মানুষ হাজার আবেদন করলেও তা পড়ে থাকবে ডাষ্টবিনে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়েও অভিযোগের অন্ত নেই। দুএকটি ক্ষেত্রে উদাহরণ তৈরি করা হয়। কিন্তু সার্বিক ক্ষেত্রটা আজ অভিযোগের বাইরে নেই। সাধারণভাবে লড়াই করে টিকে থাকা মানুষগুলি এসব ভালভাবেই উপলব্ধি করতে পারছে। সরকারি চাকরি পাওয়ার সুযোগ ক্রমশ কমছে। গ্রুপ ডি-র চাকরি কীভাবে হয় তার ব্যাখ্যা দেওয়ার কোনও প্রয়োজন নেই। কলকাতার দফতরগুলিতে কান পাতলেই শোনা যায় মন্ত্রীদের আবার নাকি নিজস্ব কোটা রয়েছে। তাঁরা প্রথমে ক্যাজুয়াল নিয়োগ পায়। তারপর সরাসরি করণিক। না এক্ষেত্রেও কোনও পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধু প্রয়োজন তেল। এসব নিয়ে কারও মুখে রা নেই। হোক না তদন্ত, এভাবে কারা নিয়োগ পাচ্ছে খতিয়ে দেখা হোক। এমন সরকারি নিয়ম আছে কী? এসব গেল সরকারি ক্ষেত্রে বৈষম্যের চরম ধাপ।আর্থিক বৈষম্য তৈরি করে সরকারি নীতি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বেতন হাতে পান তার আউটপুট কী আছে। বিশেষত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অভিযোগ গুরুতর। একজন অধ্যাপক বেতন পাচ্ছেন ২-২.৫ লাখ টাকা। আর তাঁর ওই বিভাগে ছাত্র রয়েছে একজন বা দুজন। রাজ্যজুড়ে কলেজগুলিতে খবর নিলেই এমন নানা তথ্য় মিলবে। একজন ছাত্রকে বছরে কটা দিন তাঁকে পড়াতে হয়? কেন তাঁকে এভাবে বসিয়ে বেতন দেওয়া হবে? এই প্রশ্ন ওঠা কী বড্ড অস্বাভাবিক? তাহলে কী আর্থিক বৈষম্য না ঘটাই তো স্বাভাবিক নয়। লক্ষ লক্ষ টাকা এভাবেই অপচয় হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানে লোডার ম্যানেজার হয়ে যাচ্ছে স্রেফ কিছু নীতির জন্য। এমন নানা প্রতিষ্ঠানে ইনক্রিমেন্ট হয়ে লক্ষ লক্ষ টাকা মাইনে হচ্ছে কয়েকবছরের মধ্যে। কিন্তু সেই টাকা অনুযায়ী তাঁদের কাজ করতে হচ্ছে না। অনেকে তো গায়ে হাওয়া লাগিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। যে দেশের কোটি কোটি শিক্ষিত বেকার জীবনযন্ত্রণা বইছে। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার যোগার।এরপর তো রয়েছে বহুজাতিক সংস্থা। তাদের জন্য সরকার তো দরাজহস্ত। যত সুযেোগ-সুবিধা তাদের জন্যই বরাদ্দ। সংস্থার ব্যাপ্তির জন্য কেন্দ্রীয় সরকার নানা সুযোগ দিচ্ছে। আর একই পরিষেবার সরকারি সংস্থাকে ডুবিয়ে মারছে। আজ সরকারি টেলিকম সংস্থার কী পরিণতি! অনলাইনে ব্যবস্থায় উৎসাহ যুগিয়ে ডাটাপ্যাকের খরচ যোগাতে মানুষ হিমসিম খাচ্ছে। কি সুন্দর পরিকল্পনা। অসাধারণ দেশপ্রীতি। দুই সরকারই অর্থ রোজগারের জায়গা হিসাবে পেট্রল-ডিজেলকে হাতিয়ার করেছে। তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এরপরে রেশন-ভাতা দিয়ে সবাই চিৎকার জুড়ছে গরীবে পাশে আমরাই আছি। সেই টাকাটাও তো জনগণেরই। এতো ভাষণ দেওয়ার কিছু নেই। করোনা পরিস্থিতিতে সরকারের ভোগাস নীতি মানুষকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। এসব পরিস্থিতি কথা কী দুই সরকার জানে না? আলবাৎ জানে। রাজনৈতিক দলগুলিও জানে। কী একটা কথা আছে না, লঙ্কায় যে যায় সেই হয় রাবন।বাজেটে পেশের নাটক না করে সাধারণের জন্য ভাবা দরকার। দেশের আপামর মানুষ যদি দুঃখ-দুর্দশায় জীবন কাটায় তাহলে আর নির্বাচিত সরকার থাকার প্রয়োজন কী? দলীয় কর্মীদের বাইরেও অসংখ্য পরিবারের ভুখা পেট রোজ আর্তনাদ করে তা অনুধাবন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তথাকথিত অর্থনৈতিক বোদ্ধারা সরকারকে নানা পরামর্শ দেন। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কথা বলেন। সরকার জনগণের কাছ থেকে আদায়কৃত টাকা ভাতা দিতে শুরু করে। তাঁদের মুখে আর কোনও কথা শোনা যায় না। বিভিন্ন সরকারি কমিটিতে তাঁরা আলো করে থাকেন। এটা কোনও ভাবেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। অর্থনীতিবিদ হয়ে মুখে বড় বড় ভাষণ দিয়ে কোনও খবরে থেকে দেশের সাধারণের কোনও লাভ নেই। গবেষণা যদি বাস্তবে মানুষের সমস্যার সুরাহা না করতে পেরে শুধু বইয়ে লিপিবদ্ধ করে বিখ্যাত হতেই পারে যে কেউ। মোদ্দা কথা সম্মানজনক কাজের প্রয়োজন। উৎপাদন প্রক্রিয়াকরণ শিল্পকে উৎসাহিত করতে হবে সরকারকে। কর্মসংস্থান সৃষ্টিই পারে একমাত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে। সেখানে রাজনৈতিক রং বন্ধ হওয়া প্রয়োজন।